মালিতে সোনার খনিতে সুড়ঙ্গধস : নিহত ৭৩

পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সোনার খনিতে সুড়ঙ্গধসে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

গত শুক্রবার (১৯ জানুয়ারি) দেশটির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে বুধবার স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে। দেশটিতে খনি দুর্ঘটনার সর্বশেষ নজির এটি।

কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সুড়ঙ্গে ধসের ঘটনায় ৭০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

খনিটির কর্মকর্তা ওমর সিদিবে বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তল্লাশি অভিযান শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।’

এএফপি মৃতের সংখ্যা ৭০ জানালেও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রাণহানির সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে সোনার খনিতে টানেল ধসে ৪০ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি বলছে, মালিতে খনির দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। কারণ বেশিরভাগ খনি শ্রমিকরা সোনা খননের জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করে কাজ করে।

দেশটির খনি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা ঘটনার আরও তদন্ত করবে এবং বৃহস্পতিবার ওই এলাকায় একটি দল পাঠাবে।

মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মালি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। তবে আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়, তার একটি মালি। দেশটিতে মাঝেমধ্যেই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img