বৈরী আবহাওয়ায় বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী কোনো ফ্লাইট ডাইভার্টের ঘটনা না ঘটলেও বিভিন্ন কারণে ১১টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালে এমন তথ্য পাওয়া গেছে।
পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিভিন্ন কারণে ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেরিতে অবতরণ করছে।
কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, রিয়াদ, মাসকাট ও ব্যাংকক থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।
এমজে/