কুয়েতের আমিরের মৃত্যু : বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

গত শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

কুয়েতের আমিরের মাগফিরাতের জন্য আজ বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত শনিবার ৮৬ বছর বয়সে মারা যান শেখ নওয়াফ। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে শেখ নওয়াফের সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img