দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে চিঠি দিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
রাষ্ট্রদূতের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী ২৯ নভেম্বর সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশনের (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় সাক্ষাতের সময় দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল।
এর আগে সিইসিকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বৈঠক করতে চেয়ে ই-মেইলে গত ২২ নভেম্বর চিঠি দিয়েছিলেন। চিঠিতে বৈঠকের জন্য আগামী ২৭ নভেম্বর সময় চেয়েছিলেন।
ইসির সূত্র জানায়, বেশির ভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে রয়েছেন। এই জন্য ইইউকে ২৭ নভেম্বর সময় দেওয়া যায়নি। তাই আগামী ২৯ নভেম্বর তাদের সময় দেওয়া হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যদিও তফসিল পেছানোর কথাবার্তা শোনা যাচ্ছে।
এমজে/