বুরকিনি পরে আলোচনায় মিস পাকিস্তান

মিস ইউনিভার্স-২০২৩ তিনি জিততে পারেননি। তবে তিনি রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। বলছি মিস পাকিস্তান এরিকা রবিনের কথা।

সাঁতারের পোশাকের রাউন্ডে বিকিনির বদলে বুরকিনি নামক বিশেষ পোশাকে হাজির হলেন মিস পাকিস্তান। এরিকা রবিনের এই কাণ্ড সবাইকে চমকে দিয়েছে। তার প্রথা ভাঙার চেষ্টাকেও অনেকে সাধুবাদ জানিয়েছে।

গত শনিবার রাতে এল সালভাদরের সান সালভাদর শহরের জিমনেসিয়ামে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সুইম স্যুট রাউন্ডে এরিকা এই কাণ্ড ঘটান।

সাঁতারের পোশাকের সময় মিস পাকিস্তানের পরেছিলেন গোলাপি রঙের বুরকিনিটি। এসময় উপস্থিত অনেকেই করতালিতে এরিকাকে স্বাগত জানিয়েছে। তার বুরকিনির ডিজাইন করেছেন রুবিন সিংগার। এই বুরকিনি বিকিনির পাল্টা ব্যবস্থা। এ পোশাকেও নারীরা শরীরের অধিকাংশ অংশ আবৃত রেখেই সাঁতার কাটতে পারেন।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img