রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রাম’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রাম এর উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক রোগী পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ।

চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালের সহযোগিতায় রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (১৮ নভেম্বর) বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দিনব্যাপী এই আয়োজনে চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রত্যন্ত এলাকার সহস্রাধিক মানুষ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রাম এর সভাপতি শিক্ষানুরাগী খালেদ মাহমুদ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নুরুল আনোয়ার, চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালের পরিচালক মোহাম্মদ হোসেন, বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, দপ্তর সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সেকান্দর চৌধুরী, সাহিত্য সম্পাদক অনিমেষ বড়ুয়া প্রমুখ।

সভায় বক্তব্যে খালেদ মাহমুদ বলেন, ক্যাম্পে সেবা নেওয়া রোগীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালে পরবর্তী সেবা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। এছাড়া কন্যা দায়গ্রস্থ পিতার কন্যাদের বিবাহের আয়োজন করা হবে সমিতির পক্ষ থেকে। এক্ষেত্রে রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রাম সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবে বলে ঘোষণা দেন তিনি।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img