বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন অতিবাহিত হবার রাতে মাটিরাঙ্গায় যানবাহন চলাচল, জনগনের জীবনযাত্রার মান ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে তৎপর রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজিবি, সদস্যরা।
গতকাল রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার ওসি মো.জাকারিয়া সহ।বিজিবির সদস্যরা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী, জানান, অবরোধের ভোর ৪টা থেকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ-বিজিবি সহযোগে মাটিরাঙ্গার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে। মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে এই তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এমজে/