টেস্ট-ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত

বাংলাদেশ সফরে আসছে ভারত। তবে শীঘ্রই নয়, আইসিসির এফটিপি অনুযায়ী আগামী বছরের নভেম্বরে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে কোহলিদের বাংলাদেশে আসার কথা রয়েছে।

২০১৫ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারতীয় জাতীয় দৃল। ওই বছর পূর্ণ শক্তির ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিলো বাংলাদেশ। দুর্দান্ত পারফর্ম করেছিলেন মুস্তাফিজুর রহমান। এর আগে ২০১৪ সালে তিনটি ওয়ানডে খেলতে দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এসেছিলো ভারত।

এফটিপি অনুযায়ী ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাদে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া (টি-টোয়েন্টি), ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এছাড়াও ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img