ঢাকার সড়কে প্রাণহানি ও সহিংসতা দেখে গভীরভাবে দুঃখপ্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য রাষ্ট্রগুলো।
আজ রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে এ বার্তা দেয়া হয়।
বাংলাদেশে ইইউ ডেলিগেশনের উদ্বেগের মাঝে নির্বাচনের প্রসঙ্গও উঠে আসে। সেখানে আরো বলা হয়, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ।
এর আগে গতকাল রাজনৈতিক সহিংসতা নিয়ে বিবৃতি দেয় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ওই বার্তায় বলা হয়, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।
এমজে/