ভৈরব জংশনে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে কয়েকজন হতাহতের শঙ্কা করা হচ্ছে।
আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বেশ কয়েকজন যাত্রী বলেন, ভৈরব জংশনে আসার পর এগারো সিন্ধু ট্রেনটি একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এরপর ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা ট্রেনের ভেতরে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছে।
এমজে/