চট্টগ্রামের ফটিকছড়িতে পিকআপের ধাক্কায় অরুণ দে (২২) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাইকের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২২ অক্টোবর) বিকেলে ফটিকছড়ি-হেয়াকো সড়কের দাঁতমারা বাজারের উত্তরপাশে শাপলা চত্বর ব্রিজ সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুণ দে দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তা গ্রামের লিটন মিস্ত্রির ছেলে।
ফটিকছড়ি থানার দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বলেন, শাপলা চত্বর ব্রিজ এলাকায় একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাইকটিও উদ্ধার করা হয়ৈছে। তবে পিকআপটি পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত যুবক অরুণ দে নিশ্চিন্তা পূজামণ্ডপ থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে বিভিন্ন মণ্ডপ দেখতে বের হন। বিকেল ৪টার দিকে শাপলা চত্বর ব্রিজ সংলগ্ন মেড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অরুণের মৃত্যু হয়।
অন্য বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
এমজে/