চট্টগ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সামনে দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশী দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৪ টায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সভাস্থলে উপস্থিত হলে ছাত্রলীগের পদ প্রত্যাশীদের দুই গ্রুপ আনোয়ারা উপজেলা ছাত্রলীগের রবিউল হোসেন রুবেল এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের গ্রুপের বাঁশখালীর মামুনুর রহমানের নেতৃত্বে আলাদা মিছিল নিয়ে ভিতরে ঢুকে। সেখানে উভয় গ্রুপের কর্মীরা মারামারিতে জড়ায়।
এসময় ভূমিমন্ত্রী মঞ্চ থেকে মাইকে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। পরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রফিক, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান দুই পক্ষকে শান্ত করেন। কিন্তু বর্ধিত সভা শেষে আ. লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বের হওয়ার সময় আবারো উভয় গ্রুপ মারামারিতে জড়ায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে আয়োজিত বিশেষ এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী , সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।