‘মধ্যপ্রাচ্যে কিছু হলে সারাবিশ্বেই জ্বালানির দামে প্রভাব পড়ে’

মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি যেভাবে এগোচ্ছে জ্বালানি নিয়ে চিন্তার বিষয় বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কিছু হলে এর প্রভাব সারাবিশ্বেই পড়ে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, মধ্যপ্রাচ্যে কোনো ঝামেলা হলে এর প্রভাব সারাবিশ্বেই পড়ে। আমাদের জ্বালানি খাতে গিয়ে পড়ে। দামের একটা বড় পরিবর্তন দেখা যায়।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য যেভাবে এগোচ্ছে, বিশেষ করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে, এটা বলা যাচ্ছে না সামনে কোন দিকে যাবে। আর এটারও কোনো বিকল্প নাই। সোর্স এক জায়গায়। সব কিছুরই এফেক্টেড হবে, এটা অস্বীকার করার বিষয় না। সারা বিশ্বই এটা নিয়ে চিন্তিত।

প্রতিমন্ত্রী বলেন, তবে আমরা চেষ্টা করছি যাতে কোনো সমস্যা না হয়। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমরা মিডিলইস্টের অবস্থাটা পর্যবেক্ষণ করতেছি। আমাদের অধিকাংশ তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। গ্যাসেরও একটা বড় জায়গা কাতার এবং ওমান। এখনই বলছি না সিচুয়েশন খারাপের দিকে গেছে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। মনে হয় এখনো কন্ট্রোলে আছে।’

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img