দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কেন্দ্রস্থলে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

স্থানীয় গণমাধ্যম এবং উদ্ধারকর্মীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪০ জনের বেশি।

জোহানেসবার্গের জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, ঘটনাস্থলে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।

রবার্ট মুলাউদজি বলেন, আগুন লাগা ভবনটি শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় অবস্থিত। ঘটনার পর আতঙ্কে ভবনটি থেকে লাফিয়ে পড়ে প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে জানিয়ে জাতীয় জরুরি পরিষেবার এই মুখপাত্র আশঙ্কা প্রকাশ করেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img