টানা কয়েকদিনের অব্যাহত বর্ষণে গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি ।
মঙ্গলবার (৮ অগাষ্ট) পানি উন্নয়ন বোর্ড এই তথ্য জানান। এদিকে পানি বেড়ে চর ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে এই চরে চাষাবাদ করা কৃষকরা
গোমতী নদীর পালপাড়া,আলেখারচর, আমতলী, বালি খাড়া, কামার খাড়া, টিক্কারচর এলাকা ঘুরে দেখা গেছে স্বাভাবিক সময়ের তুলনায় পানি বেড়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ স্থানে নদীর চর পর্যন্ত ডুবে গেছে। এতে চরে বিভিন্ন শাক, সবজি চাষাবাদ করা কৃষকরা পড়েছে হুমকির মুখে।
কয়েকদিনের অব্যাহত বর্ষণের ফলে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলে অভিমত সংশ্লিষ্টদের।
পানি বেড়ে যাওয়ায় উৎকণ্ঠার মাঝে রয়েছেন নদীর চরাঞ্চলের কৃষকরা। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় চর ডুবে যাওয়ায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। পানি বাড়ার কারণে সময়ের আগেই ফসল তুলে ফেলেছেন কৃষক ।
আরেক কৃষক বলেন, অনেক খরচ করে চাষাবাদ করেছি। এখন পানি বেড়ে যাওয়ায় আমাদের কৃষকদের ক্ষতি হয়ে গেলো।