ঢালিউড থেকে বলিউডে সুপারস্টার শাকিব খান

ঢালিউড সুপারস্টার সিনেমার সুপারস্টার শাকিব খান। ঈদুল আযহায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয়তমা’। দেশ-বিদেশ অনেক জনপ্রিয়তা লাভ করেছে এই সিনেমা। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। কিন্তু এবার টালিউড থেকে বলিউডে পাড়ি জমাবেন এই অভিনেতা।

মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বাংলাদেশের অনেক প্রেক্ষাগৃহেই চলছে তার নতুন ছবি ‘প্রিয়তমা’। নানা সময়ে নানা বিতর্কে নাম জড়ালেও তার জনপ্রিয়তা একটুও কমেনি। বলিউডে কে হতে চলেছেন শাকিবের প্রথম নায়িকা?

বলিউডে শাকিবের ডেবিউ এই ছবি হতে চলেছে ইন্দো বাংলাদেশ যৌথ প্রযোজনা। শাকিবের বিপরীতে কাকে দেখা যেতে পারে তা নিয়ে উঠে এসেছে বলিউডের চার অভিনেত্রীর নাম প্রাচী দেশাই, নেহা শর্মা, জারিন খান ও শেহনাজ গিল। শোনা যাচ্ছে ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনাও অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউ নাম সামনে আনতে চান না। তবে শোনা যাচ্ছে বেশির ভাগ ক্ষেত্রে শেহনাজের কথা। আগামী সেপ্টেম্বর থেকে বেনারসে শুরু হতে চলেছে শ্যুটিং। টানা ৩৫ দিন চলবে শ্যুটিং। হিন্দি ও বাংলা ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। বিশেষ সূত্রের খবর, ছবিটির নাম হতে চলেছে ‘সাইকোপ্যাথ’। অনেকে আবার বলছেন, শাকিব খানের নতুন এই ছবির নাম ‘দরদ’।

আগামী আগস্ট মাসে কলকাতায় আসবেন তিনি। অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকার নতুন ছবিতে নাকি দেখা যাবে শাকিবকে। ২০১৮ সালে ‘নাকাব’ ছবিতে দেখা গিয়েছিল শাকিবকে। তারপর নানা কারণে টলিপাড়ায় আর তাকে দেখা যায়নি। আর এবার এসকে মুভির সঙ্গে হাত মিলিয়ে নাকি এক অ্য়াকশন মুভিতে অভিনয় করবেন শাকিব। এই ছবিতে তার সঙ্গে দেখা যেতে পারে নতুন নায়িকাকে। এর আগে এসকে মুভিজের ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করেছেন শাকিব। তবে এই নতুন ছবি নিয়ে আপাতত, কিছুই বলতে চান না শাকিব। সূত্র: সংবাদ প্রতিদিন

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img