প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ৫-৩ গোলে বার্সেলোনাকে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। জোড়া গোল করে গানারদের জয়ের নায়ক লিয়ান্দ্রো ট্রোসার্ড। অন্যদিকে হার দিয়ে মৌসুম শুরু করলো কাতালুনিয়ান ক্লাবটি।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে আর্সেনাল-বার্সেলোনা ম্যাচে রীতিমতো গোল উৎসব হয়েছে। ৭ মিনিটে লেভানদোভস্কির গোলে প্রথম লিড নেয় বার্সা। ম্যাচের ১৩ মিনিটে বুকায়ো সাকার গোলে সমতায় ফেরে আর্সেনাল। ৩৪ মিনিটর মাথায় আবারো ম্যাচে লিড নেয় জাভি হার্নান্দেজের দল। এবার কাতালানদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কাতালান জায়ান্টরা। ৯ মিনিট পরই আবারো আর্সেনালকে সমতায় ফেরান কাই হাভার্টজ। ২-২ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচটা খেলেছে আর্সেনাল। দ্বিতীয় হাফে বার্সাকে তারা দেয় আরও তিন গোল। ৫৫ মিনিটে গোলের শুরুটা করেন লিয়েন্দ্রো ট্রসার্ড। ম্যাচের ৭৮ মিনিটে আবারো গোল পায় আর্সেনাল। আর গোলস্কোরারও সেই ট্রসার্ড। তবে এরপর এক গোল শোধ করে ফেরান তোরেস। কিন্তু শেষ মুহূর্তে আর্সেনালের হয়ে পঞ্চম গোলটি করেন ফ্যাবিও ভিয়েরা।
এই ম্যাচে দুই দলই সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে। তবে দ্বিতীয় হাফে দুই দলই বেশকিছু তরুণ ফুটবলারদের মাঠে নামিয়ে দেয়। আর অভিজ্ঞ ফুটবলারদের উঠিয়ে নেয়। পুরো ম্যাচে বল দখলে বার্সেলোনা এগিয়ে থাকলেও আক্রমণে বেশ এগিয়ে ছিল আর্সেনাল।
এমজে/