জনগণ শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আছে। দ্রব্যমূল্যের কারণে মানুষ কিছুটা দুঃখ-কষ্টে আছে। এরপরও শেখ হাসিনার সততা ও পরিশ্রমের প্রতি জনগণের আস্থা রয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের যখন শোকের মাসের কর্মসূচি নিতে যাই, তখন বিএনপি ছাড়া কিছু মিডিয়াও পাল্টাপাল্টি কর্মসূচির কথা বলে। আমরা বলেছি আমরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। এখানে পাল্টাপাল্টি হলো কোথায়? পাল্টাপাল্টি হলো কিভাবে?

আওয়ামী লীগ সংঘাতের পক্ষপাতি নয় জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, সংঘাত করে যারা দুর্বল। আমরা সংঘাত করতে যাব কেন? আমরা কেন সংঘাত করব? আমরা তো চাই সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু একটা নির্বাচন৷ এটা জাতির কাছে আমাদের প্রতিশ্রুতি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুলের গলায় এখন অনেক পানি। দেখলে মনে হয় ভালো মানুষ, অথচ মুখে এতো বিষ! কী বাজে ভাষায় বক্তৃতা করেন।’

নোয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিতে জনসমাগমের বিষয়টি সামনে এনে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাত জেলার সমাবেশ নোয়াখালীতে৷ আর আমাদের সাত উপজেলার সমাবেশ। পার্থক্যটা দেখেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের আর হেলায় ফেলায় সময় কাটানোর সুযোগ নেই। নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। প্রোগ্রাম থাকলে যাব, অন্য ব্যাপারে মাথা ঘামাব না, তাহলে হবে না। সতর্ক থাকতে হবে। নির্বাচন পর্যন্ত।

ওবায়দুল কাদের বলেন, সংঘাত আমরা করব না। মাঠে সক্রিয় থাকব। যারা সংঘাত করতে আসবে, তাদেরকে প্রতিহত করব। তারা খালি মাঠ পেলে সংঘত করবে। সে প্রস্তুতি তারা নিচ্ছে।

আওয়ামী লীগের আমলে নির্বাচন ব্যবস্থার আমুল পরিবর্তন হয়েছে এবং স্বচ্ছতা এসেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেরপর এক পরিবর্তন এনেছেন, রূপান্তর এনেছেন। যার ফলে নির্বাচন ব্যবস্থা এখন স্বাধীন। এখন নির্বাচনে কারচুপির সুযোগ নেই।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img