রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো যেন রেকর্ডের প্রতিশব্দ হয়ে ওঠেছেন। মাঠে এবং মাঠের বাইরে সব জায়গায়ই তার আধিপত্য। কিছুদিন আগেই প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সিতে ২০০ টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। আর এবার এমন এক মাইলফলক ছুঁয়েছেন যাতে বিশ্বপজয়ী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।
গত মে মাসে ফোর্বস প্রকাশ করে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী এথলেটদের তালিকা যাতে ২০১৭ সালের পর প্রথমবারের মত শীর্ষে উঠে আসেন রোনালদো। ১ মে পর্যন্ত করা হিসাবে পর্তুগীজ তারকার আয় ছিল ১৩ কোটি ৬০ ডলার। আর এবার এ পরিমাণ অর্থ উপার্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছেন তিনি।
এদিকে এমন রেকর্ড গড়ার পথে রোনালদো পেছনে ফেলেছেন মেসিকে। কেননা ২০২২ সালে সবথেকে বেশি আয়ের তালিকায় শীর্ষে ছিলেন আর্জেন্টাইন তারকা। সে বছর তাঁর আয় ছিল ১৩ কোটি ডলার। তবে গিনেজের সে রেকর্ড এক বছরের বেশি নিজের করে রাখতে পারলেন না ফুটবল জাদুকর।
এদিকে এ নিয়ে ১৭ তম বারের মত গিনেজ বুকে ওঠলো রোনালদোর নাম। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসেরে যোগদানের ফলেই পর্তুগীজ তারকার আয় বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। কেননা ম্যানইউ এর চেয়ে দ্বিগুন বেতনের চুক্তিতে তাকে দলে নিয়েছে সৌদি ক্লাবটি।
এক বছরে রোনালদোর ১৩ কোটি ৬০ লাখ ডলার আয়ের মধ্যে রোনালদো ফুটবল খেলে পেয়েছেন ৪কোটি ৬০ লাখ ডলার। আর নাকি ৯ কোটি ডলার তিনি উপার্জন করেছেন বিচিন্ন স্পন্সরশীপ চুক্তি এবং ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে। এছাড়া নিজের ব্র্যান্ড সিআরসেভেন থেকেও তিনি ভালো অর্থ উপার্জন করেন বলে জানা গেছে।
এদিকে শীর্ষ আয় করা এথলেটদের মধ্যে রোনালদো ছাড়াও ফুটবলার হিসেবে আরও আছেন মেসি এবং ফরাসি তরুণ তারকা কিলিয়ান এমবাপে। ১৩ কোটি এবং ১২ কোটি ডলার আয় নিয়ে তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছেন তারা দুজন।
এমজে/