শুরু হলো বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি টসে জিতে বোলিং নেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আফগানিস্তানের বিপক্ষে শুরুতে ছন্দে থাকতে পারলে তা পুরো টুর্নামেন্টে টেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হবে। ফলে বাংলাদেশের ক্ষেত্রে শুরুটা সব সময়ই গুরুত্বপূর্ণ।
এমজে/