আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সার-ই পোল প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ডজন খানের বেশি মানুষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফগান বার্তাসংস্থা কাবুল নাও।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন যাত্রী মিনিবাসে করে আলটো থেকে সার-ই পোল প্রদেশের সায়াদ জেলার খাজা ইয়াগানা গ্রামে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে উপত্যকায় পড়ে যায়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১২ জন নারী, আট জন শিশু এবং চারজন পুরুষ।

সার-ই পোল প্রদেশের তালেবান পুলিশের মুখপাত্র দিন মোহাম্মদ নাজারি সড়ক দুর্ঘটনা এবং এর ফলে বহু মানুষ নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হ স্থানান্তর করা হয়েছে।

সম্প্রতি আফগানিস্তানজুড়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এর ফলে অসংখ্য মানুষ হতাহত হয়েছেন। কর্মকর্তাদের মতে, অসাবধানে গাড়ি চালানো, পাকা রাস্তার অভাব, যানবাহন ভালোভাবে রক্ষণাবেক্ষণ না করা এবং ট্রাফিক আইন মেনে চলার ব্যর্থতার কারণে এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img