চট্টগ্রামে যুবলীগ কর্মী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার পলাতক আসামি মো. মহিউদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৫ জুন) চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহিউদ্দিনের গ্রামের বাড়ি পশ্চিম রাউজান এলাকায়। তার বাবার নাম শাহ আলম চৌধুরী।

র‍্যাব জানায়, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি অভিযুক্তরা একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে চড়ে এসে দোকানে বিশ্রামরত শহীদুল আলমকে গুলি করে হত্যা করে। এ ঘটনার কিছুদিন আগে শহীদুল প্রবাস থেকে দেশে এসে কাঠের ব্যবসা শুরু করেন। পাশাপাশি তিনি যুবলীগের একজন কর্মী ছিলেন।

এক পর্যায়ে রাউজানের শীর্ষ সন্ত্রাসী আজিজ ভুক্তভোগী শহিদুলকে ব্যবসা ছেড়ে তার বাহিনীতে যোগ দিতে বলেন। রাজি না হওয়ায় একপর্যায়ে শহীদুলকে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা সখিনা বেগম বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, হত্যাকাণ্ডের পর আসামি মহিউদ্দিন দীর্ঘ আট বছর পলাতক ছিলেন। র‍্যাব গোপনে সংবাদ পায়, আসামি নগরের পাঁচলাইশ থানা এলাকায় রয়েছেন। সোমবার সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img