ফুলেল শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন কামরুন্নেছা আশরাফ দীনা

ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে নেত্রকোনা পৌর শহরের সাতপাই কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী কামরুন্নেসা আশরাফ দীনা (৬৫)। তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরুর সহধর্মিণী।

শুক্রবার (২ জুন) বিকেল ৬টায় মোক্তারপাড়া মাঠে দ্বিতীয় জানাজা শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাতপাই পৌর কবরস্থানে কামরুন্নেসা আশরাফ দীনার মরদেহ দাফন সম্পন্ন হয়।

ঢাকায় প্রথম জানাজা শেষে দীনার মরদেহ নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে আনা হয়। পরে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্থরের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় শ্রদ্ধা জানান,আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য মানু মজুমদার, মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম কবীর, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকোট শামসুর রহমান লিটনসহ হাজারও মানুষ।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামরুন্নেসা আশরাফ দীনা। তিনি স্বামী আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তাঁরা।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img