ঢাকা-সিলেট মহাসড়কে মাজারে যাওয়ার পথে দুর্ঘটনায় ৩ নারীর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পাথর বোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার দিবাগত রাত দেড়টায় উপজলার মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ১৫ জন যাত্রী পিকআপে সিলেটে হযরত শাহ জালাল (রা.) এর মাজারে যাওয়ার উদ্দেশে রওনা দেন। পথে বাহুবল উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারে সামনে পৌঁছালে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলেই ৩ নারী মারা যান। এ ঘটনায় ওই এলাকার বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানসহ আরও ১২ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান বলেন, ‘কমিউনিটি সেন্টারের সামনে দ্রুতগ্রামী একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ৩ জন নিহত হয়েছেন। তারা সবাই নারী। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ’

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img