সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার যে হুঁশিয়ারি দিয়েছে সেই বিষয়ে সরকার চিন্তিত না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এটি সবার জন্য সতর্কবার্তা।’
আজ বৃহস্পতিবার (২৫ মে) সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘ভিসা প্রক্রিয়া পরিবর্তন সব নাগরিকের জন্য সমান। এটা আলাদা কোনো দল বা ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা নয়। আমার মনে হয় ভিসা প্রক্রিয়ার এই পরিবর্তন বিএনপির জন্যও প্রযোজ্য। তারা মানুষ পুড়িয়েছে, গণপরিবহনে আগুন দিয়েছে ও গর্ভবতী মায়ের অ্যাম্বুলেন্স আটকে রেখেছে। এগুলোর কারণে তাদের ভিসা প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তবে নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া পরিবর্তনে সরকার চাপ অনুভব করছে না।’
তিনি বলেন, ইতোমধ্যে আমাদের সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখিতভাবে জানিয়েছে, ২০০৮ সালে একটি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আওয়ামী সরকার ক্ষমতায় এসেছে। এর পরে জনগণের চূড়ান্ত সিদ্ধান্তে পরপর তিনবার আওয়ামী লীগ জয়লাভ করেছে। তিনবার একটি দল ক্ষমতায় রয়েছে বলেই আমাদের নানামুখী উন্নয়ন সম্ভব হয়েছে। আরও একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে হবে। অর্থনীতি, শিক্ষা, বাণিজ্য ও কৃষিসহ সব ক্ষেত্রে আজ বাংলাদেশ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন।’
কৃষিমন্ত্রী বলেন, কেউ যদি নির্বাচনে না আসে সেটা তাদের বিষয়। তবে আমরা শেষ দিন পর্যন্ত চাইব বিএনপি ও জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ, কূটনীতিক ও প্রশাসনসহ সবাইকে নিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি নির্বাচনে অংশ নেবে।
কৃষিক্ষেত্রে চীনের সহায়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা কৃষির যান্ত্রিকীকরণের দিকে এগোচ্ছি। প্রাচীন কৃষি পদ্ধতি থেকে আধুনিক কৃষি পদ্ধতিতে রূপান্তরিত করতে কাজ করছি। এসব নিয়ে চীনের সঙ্গে আমাদের কয়েকটি সমঝোতা চুক্তি রয়েছে। সে অনুযায়ী আমরা অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করছি। আমরা ধান কাটার হারভেস্ট মেশিন, আধুনিক সেচ যন্ত্র ও উন্নত প্রযুক্তির অনেক যন্ত্র ব্যবহার করে কৃষিতে এগিয়ে যাচ্ছি।’
চীন বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণে আগ্রহী উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা আমাদের দেশে ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক নির্মাণ করতে আগ্রহী। এ পার্কে বিভিন্ন ধরনের উন্নতমানের কৃষি যন্ত্রপাতি তৈরি করা হবে। চীনের বড় বিনিয়োগকারীরা আমাদের দেশে বিনিয়োগ করতে এগিয়ে আসবে। এক্ষেত্রে একটি ফোকাল পয়েন্ট থাকবে। সেখানে আমাদের কর্মকর্তারাও যুক্ত থাকবেন৷ এটা খুবই ভালো প্রস্তাব বলে আমার মনে হয়েছে।’
বিরোধী দল ২০১৪ সালে নির্বাচন ব্যাহত করতে চেষ্টা চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৫ সালে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। বিভিন্ন সময়ে এই অসাংবিধানিক শক্তি ক্ষমতায় এসে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে।’
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ঘোষিত এই ভিসা নীতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে।
এমজে/