চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ শাকুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ মে) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন।
দুপুরে শাকুকে আদালতে নেওয়া হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার রাতে রাঙ্গুনিয়ার রানিরহাট বাজার এলাকা থেকে শাকুকে আটক করে করেছে র্যাব-৭, চট্টগ্রাম। পরে আজ সকালে তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার মাহমুদা খানম মিতুর বাবা মোশাররফ হোসেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার বাবুল আক্তারসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় সাইদুল ইসলাম সিকদার প্রকাশ শাকু সাত নম্বর আসামি। একই মামলায় প্রধান আসামি বাবুল আক্তারকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।