বাখমুত কেবল আমাদের হৃদয়ে রয়েছে: জেলেনস্কি

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুত পুরোপুরি দখলের দাবি করেছে রাশিয়া। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বাখমুত সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আপনাদের বুঝতে হবে যে সেখানে আর কিছুই নেই।

রোববার জাপানে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে তাকে জিজ্ঞাসা করা হয় যে, শহরটি কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে কিনা। জবাবে তিনি বলেন, আজকের জন্য বাখমুত কেবল আমাদের হৃদয়ে রয়েছে, এই জায়গায় কিছুই অবশিষ্ট নেই।

এর আগে শনিবার রাশিয়া দাবি করে, তারা ধ্বংসপ্রাপ্ত পূর্ব ইউক্রেনের শহরটি পুরোপুরি দখল করেছে, যা সত্য হলে ১৫ মাসের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটবে।

জেলেনস্কি আরও বলেন, ‘এটি ট্র্যাজেডি। জায়গাটিতে আর কিছুই নেই।’

বৃহৎ সমতল শহরটিতে হামলার নেতৃত্বে ছিল রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের সেনারা, যার নেতা ইয়েভগেনি প্রিগোজিন আগের দিন বলেছিলেন, তার সেনারা শেষ পর্যন্ত ইউক্রেনীয়দের শহরের অভ্যন্তরে প্রবেশ করে দখল নিয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, মস্কোর কাছে বাখমুতের কৌশলগত মূল্য খুব কম। দীর্ঘতম যুদ্ধের পর এ শহরের দখল রাশিয়ার জন্য একটি প্রতীকী বিজয়।

পশ্চিমা কর্মকর্তাদের অনুমান, বাখমুতে ২০-৩০ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীকেও অনেক মূল্য দিতে হয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img