সাতকানিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবাসহ মোঃ নাসির উদ্দিন (২৮) ও মোঃ ইমরান (৫৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল ১২ মে, বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে সাতকানিয়ার ছদহা ইউনিয়নের হাঙ্গর রাজঘাটা এলাকার শাহ মজিদিয়া নাসার্রীর সামনে থেকে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে পাওয়া ৪ হাজার ৭১০পিস ইয়াবা জব্দ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

গ্রেফতারকৃতরা হলেন- সাতকানিয়া দক্ষিন ছদহা এলাকার ৮ নং ওয়ার্ডের মোঃ সোলায়মানের ছেলে মোঃ নাসির উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ ইমরান।

র‌্যাব সূত্র জানায়, মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম সাতকানিয়া ছদহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাঙ্গর রাজঘাটার শাহ মজিদিয়া নাসারী এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মোঃ নাসির ও মোঃ ইমরানকে গ্রেফতার করা হয়। তাদের শরীর তল্লাশী করে নাসিরের প্যান্টের পকেট ও ইমরানের লুঙ্গির কোচর থেকে ৪ হাজার ৭১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪ লাখ ১৩ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আসামীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছেন।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img