বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ আলী খান খসরু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি । প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

শনিবার (১৩ মে) দুপুরে নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল ও নদীর তলদেশ দিয়ে কর্নফুলি টানেল নির্মাণ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন । প্রধানমন্ত্রী এ দেশকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। এখন ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কাজ চলছে। তাই আজকের ছাত্র ও যুব সমাজকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে । তাই দেশ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি ।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি একেএম আজাহারুল ইসলাম অরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, আমতলা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সবুজ,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু,মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক,মাদ্রাসা অধ্যক্ষ আবুল ফাতাহ্ মোঃ মহিউদ্দিন খান, মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এসআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img