চট্টগ্রাম-৮ আসনে ভোট, অস্ত্র প্রদর্শন ও বহনে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচন উপলক্ষে লাইসেন্সধারীদের অস্ত্র প্রদর্শন ও বহন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) থেকে শনিবার (২৯ এপ্রিল) পর্যন্ত লাইসেন্সধারীরা যেন অস্ত্রসহ চলাচল না করেন সেকারণে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সাংবাদিকদের জানিয়েছেন, বৈধ অস্ত্রের প্রদর্শন ও বহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে সম্প্রতি জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতিমধ্যে মাঠে র্যাব, পুলিশ ও বিজিবি অবস্থান করছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতের জন্য নিয়োজিত রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। তারা ভোটের দুদিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img