আগুন সন্ত্রাসের হোতা আওয়ামী লীগ : ফখরুল

রাজধানীর নিউ সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘দায়িত্বহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের হোতা।

আজ শনিবার ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রকাশ্যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর উচিত ছিল একটা নিরপেক্ষ তদন্ত করে তার ব্যবস্থা নেওয়া। সেটা তো করছেন না। করছেন না এজন্য যে, আগে থেকেই বলে দিচ্ছেন এটার সঙ্গে বিএনপি জড়িত আছে কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ উদ্দেশ্য একটাই- যেভাবেই হোক বিএনপিকে জড়িত করে দোষী সাব্যস্ত করা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দেশে আগুন সন্ত্রাসের হোতা হচ্ছে আওয়ামী লীগ। আজকে নয়, ১৯৭২ সালের পর থেকে তারা এদেশের সন্ত্রাসের মধ্য দিয়ে যারা ভিন্নমত অবলম্বন করছে, যারা দেশপ্রেমিক, যারা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাদেরও কিন্তু এভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। তখনও আগুন লাগানো হয়েছে। তখনও বিরোধী দলকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে। শেষে না পেরে বাকশাল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। সে কথাগুলো আমরা ভুলে যাইনি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, এ এস এম আবদুল হালিম, সৈয়দ মোয়াজ্জেম আলাল, আফম ইউসুফ হায়দার, এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক হারুন আল রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img