ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছে পশ্চিমা স্পেশাল ফোর্স

সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে পেন্টাগনের কয়েক ডজন গোপন নথি। সেখানে দেখা গেছে, ইউক্রেনের অভ্যন্তরে বিভিন্ন পশ্চিমা দেশ তাদের স্পেশাল ফোর্স মোতায়েন করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে একটি নথি ২৩ মার্চের। ঐ নথিতে উল্লেখ আছে ইউক্রেনে যুক্তরাজ্যের ৫০ জন, লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫ জন, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডস স্পেশাল ফোর্সের ১ জন সদস্য অবস্থান করছে। স্পেশাল ফোর্সের ৯৭ জন সদস্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে।

তবে এই সেনারা ইউক্রেনের কোন অঞ্চলে অবস্থান করছে তা নথিতে উল্লেখ নেই।

ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সেনাদের সংখ্যা খুবই কম। তবে এ নিয়ে সন্দেহ নেই এ বিষয়টি উত্তেজনা সৃষ্টি করবে। রাশিয়া এ ইস্যুকে সামনে আনার চেষ্টা করবে। দেশটি দাবি করবে, তারা শুধুমাত্র ইউক্রেনের সেনাদের সঙ্গে নয়, ন্যাটোর সেনাদের বিরুদ্ধেও যুদ্ধ করছে।

এদিকে ইউক্রেনে নিজেদের স্পেশাল ফোর্সের ৫০ জন সেনা থাকার বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য। তবে দেশটি জানিয়েছে, যেসব গোপন নথি ফাঁস হয়েছে সেগুলো দেখে বোঝা যায়, ‘এগুলো মারাত্মক ভুল’ তথ্য।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নথিগুলো আসল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বলা হচ্ছে, এসব নথির কিছু অংশ কাঁটছাট করা হয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img