গত কদিন ধরেই তীব্র গরম। হাঁসফাঁস জনজীবন। ঘরে যেমন তাপ, বাইরে বের হলে তা আরও বেশি। রাজধানীসহ সারা দেশে প্রায় একই অবস্থা। এই তাপমাত্রা খুব শিগগিরই কমার সম্ভাবনা নেই।
দিনের তাপমাত্রা আরও একটু বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবির্তত থাকবে। বৃষ্টিরও কোনো খবর নেই। তাই তাপপ্রবাহের প্রভাবে আরও কয়েকদিন ভোগান্তিতে কাটাতে হবে মানুষকে।
আবহাওয়ার অধিদপ্তর মঙ্গলবার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে। আগামী তিন দিনও তাপমাত্রা একই থাকবে বলে জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এতে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং নেত্রকোনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছেন দক্ষিণ বঙ্গোপসাগরে।
২৪ ঘণ্টার হিসাবে সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এমজে/