রমজান মাসে পথচারীদের টার্গেট করে ডাকাতি, গ্রেফতার ৬

রমজান মাসে রাতের বেলা পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করাই তাদের কাজ। তবে ডাকাতির প্রস্তুতির সময় ওই চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি জানান। এরআগে সোমবার রাতের দিকে কুলিয়ারচর পেট্রোল পাম্পের পূর্ব পাশে ফ্রান্সিস রোডের মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. বাবলু (২৮), মো. আল আমিন (২২), মো. আরাফাত (২৫), মো. আরমান হোসেন (২০), মো. সুরুজ (১৯) ও মো. দেলোয়ার হোসেন (২৬)।

ওসি জাহিদুল কবির জানান, রমজানে রাতের বেলায় নগরের বিআরটিসি ও সিআরবিগামী এবং স্টেশন রোড ও রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের ছিনতাই ও ডাকাতির টার্গেট করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে পলোগ্রাউন্ড এলাকার কুলিয়ারচর পেট্রোল পাম্পের পূর্ব পাশের ফ্রান্সিস রোডের মুখে রাস্তা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাত ছয় থেকে সাতজন আসামি দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img