শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৩২ সোনার বার জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত যাত্রী মোহাম্মদ জিয়া উদ্দিনের কাছ থেকে আরও ৯টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তার কাছ থেকে মোট ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে স্বর্ণ বার জব্দ ও তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন তিন কেজি ৭৩২ গ্রাম বলে জানান তিনি। জিয়া উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী থানার এনায়েতপুর গ্রামের আবুল বাশারের ছেলে।

পরে যাত্রীর পায়ুপথে লুকিয়ে রাখা আরও ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক বশির আহমদ।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টিম দুবাই থেকে ‘বিজি ১৪৮’ বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা যাত্রী জিয়া উদ্দিনের শরীর তল্লাশি করে লুকায়িত অবস্থায় ২৩ পিস স্বর্ণবার উদ্ধার করেছে। এ সময় পায়ুপথে থাকা আরও ৯ পিস স্বর্ণবার উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা বশির আহমদ বলেন, আটক যাত্রী জিয়া উদ্দিনের পরনের জুতার তলা, কোমর এবং রেক্ট্রাম থেকে ৩২ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। জিয়া উদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি আইনে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img