রমজানে বাজার স্থিতিশীল রাখতে মাঠে ভোক্তা অধিকার ও এফবিসিসিআই

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে যৌথভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দ।

বুধবার সকালে রাজধানীর নিউমার্কেট এলাকার বনলতা কাঁচাবাজারসহ নিত্যপণ্য বিক্রয়কারী ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

‘পণ্য কিনি প্রয়োজনে, মূল্য রাখি নিয়ন্ত্রণে’ এমন জনসচেতনতামূলক বার্তা দিয়ে পরিচালিত এই কার্যক্রমে পণ্যসামগ্রীর মধ্যে মাছ, মুরগি, চাল ও মুদি দোকানসহ বিভিন্ন বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা। এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান রমজানে কোনভাবেই যেন ব্রয়লারের মুরগির দাম না বাড়ে সে বিষয়ে দোকানদারদের বিশেষভাবে সতর্ক করেন।  এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দ।

এদিন বাজার তদারকি কার্যক্রম শেষে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে এফবিসিসিআই ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সহ সকল বাজার কমিটি যৌথভাবে কাজ করবে।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, বাজার অস্থিতিশীলকারী অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারী আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া দরকার এবং এতে এফবিসিসিআইয়ের সমর্থন থাকবে।

পরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান সাংবাদিকদের  বলেন, রমজানে যে যে কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায় সে সকল বিষয় অনুসন্ধান করে শুরু থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে এই বাজার তদারকি কার্যক্রম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে এবং দাম বৃদ্ধির কোন সম্ভাবনা নেই বিধায় ভোক্তাদের আতংকিত হওয়ার কোন কারণ নেই।ভোক্তাদের প্রয়োজনমত পণ্য ক্রয় করতে এবং একসাথে পুরো রমজানের জন্য পণ্য কিনে বাজার অস্থিতিশীল করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

এ. এইচ. এম. সফিকুজ্জামান আরো বলেন, কোন অযৌক্তিক লাভ করার আশায় কেউ মূল্য বৃদ্ধি করলে বা অবৈধ মজুদ করে বাজার অস্থিতিশীল করলে তার দায় সংশ্লিষ্ট বাজার কমিটিকে নিতে হবে এবং সেই বাজার কমিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img