চট্টগ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছে আরও ১০৫২পরিবার

সরকারের আশ্রয়ণ প্রকল্পের অংশ হিসেবে চট্টগ্রাম জেলায় চতুর্থ ধাপে ৮৯৩ টিসহ মোট ১০৫২ টি গৃহ ও ভূমিহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর প্রদান করা হবে। একই সঙ্গে নতুন করে রাউজান ও বোয়ালখালী উপজেলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।

আগামী ২২ মার্চ ( বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে চতুর্থ পর্যায়ের ভূমি ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন। এ দিন চট্টগ্রাম জেলার চতুর্থ ধাপের আশ্রয়ণ প্রকল্পের ঘর বুঝিয়ে দেওয়া হবে। এর সঙ্গে তৃতীয় ধাপের অবশিষ্ট ১৫৯ টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর বুঝিয়ে দেওয়া হবে।

সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রেস বিফ্রিংয়ে এমন তথ্যের কথা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

প্রেস বিফ্রিংয়ে জানানো হয়েছে, প্রথম ধাপে চট্টগ্রাম জেলায় ১ হাজার ৪৪৪ টি পরিবার, দ্বিতীয় দাপে ৬৪৯ টি এবং তৃতীয় ধাপে ৫৮৭ টি পরিবারকে দুই শতাংশ জমিসহ আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান করা হয়েছে। এর আগে চট্টগ্রাম জেলার পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img