সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরুর স্ত্রী সমাজসেবক, ক্রীড়া সংগঠক, শিক্ষাবিদ ও নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনাকে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত করেছে ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল।
সম্প্রতি ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড কামরুন্নেছা আশরাফ দীনার হাতে তুলে দেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি আর কে রিপন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা এস কে শাহীন, সহ-সভাপতি জেরিন আক্তারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় কামরুন্নেছা আশরাফ দীনা বলেন, অসহায় মানুষের জন্য কাজ করতে পেরে আমি গর্বিত। আমি অটিজম শিশু ও অসহায় মানুষদের আমার সন্তান ও পরিবারের সদস্য মনে করে সর্বদা পাশে থাকার চেষ্টা করি। ভারতবাসী আমাকে পুরস্কৃত করে যে সম্মান দিয়েছে আমি তাতে কৃতজ্ঞ। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ । তাই এই পুরস্কার দেশের সকল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উৎসর্গ করলাম।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ভারতের বারাসাত রবীন্দ্র ভবনে আয়োজিত ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হয়। কিন্তু তিনি অসুস্থ থাকায় ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।তাই সম্প্রতি হাতিরঝিল, জুম বাংলাদেশ কতৃক আয়োজিত, জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে তার হাতে এই সম্মাননা স্মারক, উত্তরীয়, মেডেল ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।