চট্টগ্রামের দুই উপজেলায় চলছে ভোট গ্রহণ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা ও বোয়ালখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হবে বিকেল ৪টায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নাজিরহাট পৌরসভা নির্বাচনে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে জাহেদ চৌধুরী (নৌকা), চার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী (নারকেল গাছ) আনোয়ার পাশা (মোবাইল), এডভোকেট ইসমাইল গণি (জগ) ও স্বতন্ত্র প্রার্থী প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী (চামচ) মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে মেয়র পদে লড়ছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করছেন।

নির্বাচনে পৌর এলাকার ২২টি ভোট কেন্দ্রে প্রায় ৪৮ হাজার ৩৩৮ জন ভোটার তাঁদের ভোটারিধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬ শত ২৫ জন। মহিলা ভোটার ২২ হাজার ৭ শত ১৩ জন।

অন্যদিকে বোয়ালখালী উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা, আনারস প্রতীকে স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম মিজানুর রহমান এবং দোয়াত-কলম প্রতীকে কাজী আয়েশা ফারজানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৬৬ জন ও মহিলা ভোটার রয়েছেন ৯৮ হাজার ৫০১ জন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। আশা করছি শেষ পর্যন্ত এ পরিস্থিতি বজায় থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনী এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্বে রয়েছেন। এছাড়া কেন্দ্রে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img