চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ৩, গ্রেফতার বাসচালক

চট্টগ্রাম নগরীতে তেলবাহী রেলের ওয়াগন ও বাসের সংঘর্ষে রেলকর্মীসহ তিনজন নিহতের ঘটনায় বাসচালককে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. খোরশেদ আলম খোকনের (৩৪) বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাসা চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায়। খোরশেদ নগরীর ১২ নম্বর রুটের মিনিবাস চালক ছিলেন।

সোমবার চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রোববার রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে অভিযান পরিচালনা করে বাস চালক খোরশেদ আলম খোকনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ৬ মার্চ রাত ৯টার দিকে চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে খালি ট্রেন তেলের জন্য মেঘনা ডিপোতে যাচ্ছিল। রাস্তা ক্রস করার সময় বাসকে সিগন্যাল দেয়া হয়েছিল। কিন্তু বাসটি সিগন্যাল না থেমে দ্রুত গতিতে ট্রেনে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি উল্টে গিয়ে ট্রেনের পয়েন্টসম্যান আজিজুল হকসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img