সামাজিক যোগাযোগমাধ্যম বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কঙ্গনার। কিছুদিন আগেই টুইটারে ব্যান খেয়েছেন তিনি। এবার ইন্সটাগ্রামেও পোস্ট ডিলিট হয়েছে তার। আর তাতেই রাগে ফুসে উঠেছেন কঙ্গনা।
জানা গেছে শনিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের করোনা আক্রান্তের কথা জানিয়েছিলেন কঙ্গনা। তিনি বলেন, ‘শরীরের মধ্যে যে ভাইরাসটা পার্টি শুরু করে দিয়েছে বুঝতেই পারিনি। এবার বুঝে গেছি। খুব শিগগিরই একে ধ্বংস করব।’
এরপর তিনি আবার পোস্ট করেন ‘করোনা সাধারণ জ্বর মাত্র। সংবাদমাধ্যম বাড়াবাড়ি করছে। আতঙ্কিত হবেন না। তাহলে সে বেশি ভয় দেখাবে।’
কঙ্গনার ধারাবাহিক এসব পোস্ট নিয়েই মূলত শুরু হয় বিতর্ক। নেটিজেনদের দাবি, করোনার মতো মারণব্যাধিকে তিনি কী করে সাধারণ জ্বর বলছেন! পরে রোববার কঙ্গনার সেই স্টোরিই ডিলিট করেছে ইনস্টাগ্রাম।
বরাবরের মতোই বিদ্রুপের আশ্রয় নিয়ে পাল্টা পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন- ‘আমার ইনস্টাগ্রাম পোস্টে অনেকে দুঃখ পেয়েছেন। তাই ডিলিট করে দিল। মানে সন্ত্রাসবাদী, কমিউনিস্ট, সমব্যাথী শুনেছিলাম কিন্তু কোভিড ফ্যান ক্লাব! দারুন তো। এই সবে দুদিন হলো ইনস্টাগ্রামে পোস্ট করেছি। মনে হয় না এক সপ্তাহের বেশি টিকব।’
তিনি আরও বলেন, ‘ইনস্টাগ্রামে সকলেই পুঁজিবাদের শিকার। কারও মানবিক মূল্যবোধ-সহানুভূতিটুকু নেই। দেশকে অসম্মানিত করে তুলছে এরা। আমি অপেক্ষা করছি কখন ইনস্টাগ্রাম আমাকে ব্যান করবে। এটা আমার পক্ষে সম্মানের।’
এন-কে