এ কোন পূজা চেরি?

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দীপ্ত টিভিতে আসছে একটি ওয়েবফিল্ম। এরই মধ্যে প্রকাশ হয়েছে ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার। তৈরি হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে।

মাহমুদুর রহমান হিমি নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়া প্রমুখ। চিত্রনাট্য করেছেন রায়হান খান।

ওয়েবে দেখা যাবে, অন্ধকার ডুবছে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রিটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামি অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক?

হিউম্যান ট্রাফিকিং নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল— সব কিছুই থাকবে বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জোভান। এখানে তাকে দেখা যাবে দেশীয় শোবিজের একজন বড় তারকা অর্থাৎ সুপারস্টার চরিত্রে।

অন্যদিকে নাম চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। পরিচালক হিমি জানিয়েছেন, পূজা চেরি ও জোভানকে নতুন রসায়নে দেখা যাবে এই ফিল্মটিতে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img