সরকারি গুদামে খাদ্য মজুদে নতুন রেকর্ড হয়েছে: খাদ্যমন্ত্রী

চলতি মৌসুমে সরকারি গুদামে খাদ্য মজুদে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ১০ লাখ টন চাহিদার বিপরীতে ২১ লাখ টনের বেশি মজুদ আছে। এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে নওগাঁয় ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, রোজার মাসে যাতে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি না হয়, সেজন্যে বাজারে তদারকি বাড়ানো হয়েছে। আইনে ব্যত্যয় ঘটালে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, সারা দেশে ওএমএসের মাধ্যমে প্রতিদিন ১৪ হাজার টন চাল ও আটা বিক্রি হচ্ছে। বাজারে চাহিদা থাকা পর্যন্ত ওএমএস কার্যক্রম চালু রাখবে সরকার। এ সময়, অন্য খাদ্যবান্ধব কর্মসূচিও অব্যাহত রাখার ঘোষণা দেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকবে ৫০ লক্ষ পরিবার। এই কর্মসূচি শুরু হবে ১ মার্চ থেকে। ৭ মার্চের মধ্যে খাদ্য বিতরণ শেষ করতে হবে। তাছাড়া, ওএমএস চলতেই থাকবে। আমি প্রশাসন দিয়েই চেক করেছি। প্রতিদিন আমাদের মনিটরিং হয়। এই মনিটরিংও অব্যাহত থাকবে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img