স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় ৫ বছরের জন্য নিষিদ্ধ এক সমর্থক

স্পট ফিক্সিংয়ের উদ্দেশ্যে খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করায় এক সমর্থককে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। গত বছরের আগস্টে ওই সমর্থক জিম্বাবুয়ের পেসার লুক জঙ্গুয়েকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়েছে জেডসি। জঙ্গুয়ে বিষয়টি সেই সময়েই কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন।

জেডসি এক বিবৃতিতে বলেছে, ‘হারারের ২৭ বছর বয়সী সমর্থক এডওয়ার্ড ওয়াল্টার মুপানগানো স্থানীয় একটি ক্লাবে ক্রিকেটার হিসেবে ট্রায়াল দিয়েছিলেন। এই সমর্থক ২০২২ সালের ৪ আগস্ট লুক জঙ্গুয়েকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং ভারতের এক বাজিকরের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। একটি আন্তর্জাতিক ম্যাচে জঙ্গুয়েকে তাঁদের কথামতো বোলিং করার জন্য ৭ হাজার মার্কিন ডলার দিতে চেয়েছিলেন।’

জেডসি তাদের বিবৃতিতে এ–ও বলেছে যে কাজটি ঠিকঠাকভাবে সম্পূর্ণ হলে মুপানগানো নিজে ৩ হাজার মার্কিন ডলার পেতেন। মুপানগানো আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভেঙেছেন এবং এর জন্য আগামী ৫ বছর তিনি জেডসির সব ধরনের ইভেন্ট আর সব ক্রিকেট ভেন্যুতে নিষিদ্ধ থাকবেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেডসি জিম্বাবুয়ে সরকারকে ফিক্সিংসহ ক্রীড়া ক্ষেত্রে অন্য যেকোনো দুর্নীতিকে ফৌজদারি অপরাধের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছে। ২৮ বছর বয়সী পেসার জঙ্গুয়ে জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট, ৩৭টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img