চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ১০৬ জন, মৃত্যু ১

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৯০২ জনের করোনার নমুনা পরীক্ষায় ১০৬ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৭৪ জন এবং বিভিন্ন উপজেলার ৩২ জন

চট্টগ্রামে ৯ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে মঙ্গলবার (১১ মে) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৫ নমুনা পরীক্ষা করে ২৯ জনের পজিটিভ। মহানগরে ১০ জন, ১৯ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ২৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৪ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২২ জন। বিভিন্ন উপজেলায় ২ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১ জন, উপজেলায়  ১ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১৫২ টি নমুনা পরীক্ষায় ২০ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ১৫ টি, উপজেলায় ৫ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৭ নমুনা পরীক্ষায় ১৩ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ১২ জন, বিভিন্ন উপজেলার ১ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৩ নমুনা পরীক্ষায় ৮ জন পজিটিভ, নগরে ৫ জন, উপজেলায় ৩ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১ টি নমুনা পরীক্ষায় ৬ জনের পজিটিভ। মহানগরে ৫ জন এবং উপজেলায় ১ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৩ টি নমুনা পরীক্ষায় কোন পজেটিভ নেই।

মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ নমুনা পরীক্ষায় ৪ জনের পজেটিভ। নগরে ৪ জন।

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ২ জন, আনোয়ারা ১ জন, পটিয়া ৪  জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ৪  জন, রাউজান ৭ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ৭ জন, সীতাকুন্ডে ৩ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৫১ হাজার ৩৯০ জনে। এর মধ্যে মহানগরীতে ৪১ হাজার ১২৩ জন, উপজেলায় ১০ হাজার ২৬৭ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ৫৬৮ জন। মহানগরীতে ৪২২ জন, বিভিন্ন উপজেলায় ১৪৭ জন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img