চট্টগ্রাম নগরের স্টেশন রোডের নুপুর সুপার মার্কেটের ছয় তলায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ বলেন, বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। নুপুর মার্কেটের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ শুরু করেছে। তবে কী কারণে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি।
এমজে/