চট্টগ্রামের রাঙামাটির বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে ফায়ারিং স্পটে সিএমপির ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে ফায়ারিং স্পটে এ ঘটনা ঘটেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন, আকবরশাহ থানার মিনু আরা, বাকলিয়া থানার অভি বড়ুয়া ও সুমন কান্তি দে।
পাঁচলাইশ থানার ওসি দতন্ত মো. সাদিকুর রহমান বলেন, তারা উভয়ে চট্টগ্রাম মেলিকেল কলেজ হাসাপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
এমজে/