করোনা ত্রাণে ২ কোটি রুপি দান করলেন অমিতাভ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত। সিনেমা ও টিভি শোর শুটিং স্থগিত রয়েছে। দ্বিতীয় দফায় মহারাষ্ট্র সরকার লকডাউন ঘোষণা করেছে। এ অবস্থায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন বলিউডের অনেক তারকা। এবার এগিয়ে এলেন মেগাস্টার অমিতাভ বচ্চন।

বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, করোনা মহামারি রুখতে সোচ্চার অমিতাভ বচ্চন। দিল্লির ‘শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার’-এ দুই কোটি রুপি দান করেছেন তিনি।

টুইটারে এ খবর জানিয়েছেন দিল্লির শিখ গুরুদুয়ারা ব্যবস্থাপক সমিতির সভাপতি মনজিন্দর সিং সিরসা। পাশাপাশি অমিতাভ অক্সিজেন সিলিন্ডারেরও ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন তিনি।

সিরসা আরও জানান, অমিতাভ বচ্চনের অনুদান দিয়ে ৩০০ শয্যা নির্মাণ করা হচ্ছে। আজ থেকে কাজ শুরু হয়েছে।

কিছুদিন আগে পাঁচ হাজার করোনাযোদ্ধাকে খাদ্যসহায়তা দেন সুপারস্টার সালমান খান। সাম্প্রতিক খবর, এবার ৪০ হাজার চলচ্চিত্রকর্মীকে সহায়তা করবেন সালমান খান। নগদ অর্থসহ দেবেন এক মাসের রেশন।

কয়েক দিন আগে নিজের স্বেচ্ছাসেবী সংস্থা কেভিএন ফাউন্ডেশনের মাধ্যমে মুম্বাই ও বেঙ্গালুরুতে বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর সহায়তা কার্যক্রম শুরু করেন বলিউড তারকা সুনীল শেঠি।

এ ছাড়া সানি লিওনি, সারা আলি খান, আনুশকা শর্মা, বরুণ ধাওয়ান, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, টুইঙ্কেল খান্না, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, অজয় দেবগন, সোনু সুদসহ বলিউডের অনেক তারকাই ভারতের এই করোনা-সংকটকালে সাহায্যের হাত বাড়িয়েছেন।

এন-েকে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img