চমেকের গাইনি ওয়ার্ড থেকে ৬ দালাল গ্রেফতার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে আরও ৬ দালালকে আটক করেছে পুলিশ।

রোববার হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে ভর্তি রোগীদের ভাগিয়ে নিতে গিয়ে হাতেনাতে আটক হয় তারা।

গ্রেফতাররা হলো- মিরসরাই থানার ঠাকুরদিঘী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. নূর হোসেন (৩৮), কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাজীয়াতলের মো. মজিবুর রহমান সরকারের ছেলে মো. মহসিন সরকার (২৩), কক্সবাজার সদরের কুতুবদিয়াপাড়ার বদিউল আলমের ছেলে মো. শফিউল বশর (১৯), পাঁচলাইশ থানা এলাকার ইমরানুল আলমের ছেলে ইরফানুল আলম তুষার (২৪), বায়েজিদ থানা এলাকার বিষু ধরের ছেলে জয় ধর (২৪) ও একই এলাকার রতন সরকারের ছেলে ইমন সরকার (২৪)।

অভিযোগ আছে, হাসপাতালের আয়াদের সঙ্গে সখ্যতা রয়েছে এ দালাল চক্রের। আয়ারা ওয়ার্ডে কাজ করার সময় রোগীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে। যা পরবর্তীতে দালালরা জানতে পারে। পরে দালাল চক্র বিভিন্ন প্রলোভনে রোগী ও স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা। এভাবে প্রতিনিয়ত তাদের হাতে জিম্মি হচ্ছে চমেকের অনেক রোগী। পুলিশ বার বার অভিযান চালালেও দালালদের দৌরাত্ম্য কমছে না হাসপাতাল থেকে। দালাল ধরার পর হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ না দেওয়া এবং দেশের প্রচলিত আইনে এ অপরাধের (দালালি) নির্দিষ্ট ধারা না থাকায় মামলা দায়ের করার সুযোগ থাকে না। ফলে শুধুমাত্র অভিযোগ দাখিল করে আদালতে পাঠানো হয় দালালদের। জরিমানা দিয়ে জামিন পাওয়ার পর আবারও হাসপাতালে এসে এই কাজে জড়িয়ে তারা।

বিষয়টি নিশ্চিত সিটিজিনিউজকে করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে ৬ দালালকে গ্রেফতার করা হয়। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।

এফএম/এমজে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img