চট্টগ্রামে মোবাইল ছিনতাইকারীকে জাপটে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

সকালে হাঁটতে বের হওয়া দুই শিক্ষার্থীর গতিরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই শিক্ষার্থীদের চিৎকার শুনে ছিনতাইকারীর পিছু নিয়ে মো. শরীফ (২০) নামের যুবককে ধরলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী।

আজ ৩১ ডিসেম্বর শনিবার সকালে নগরের কোতোয়ালি থানার ফলমণ্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

সার্জেন্ট সাইফুল নগর পুলিশের উত্তর বিভাগে কর্মরত। তিনি বলেন, ‘সকালে হাটতে বেরিয়েছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের দুই নারী শিক্ষার্থী। তাদের গতিরোধ করে মোবাইল ছিনিয়ে নেয় এক ছিনতাইকারী। পরে ওই শিক্ষার্থীদের চিৎকার শুনে আমি এগিয়ে যাই। মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে ছিনতাইকারীকে জাপটে ধরি। পরে কোতোয়ালি থানার টহল টিমের কাছে ছিনতাইকারীকে হস্তান্তর করা হয়েছে।’

পুলিশের তথ্য মতে, চট্টগ্রাম নগরীর ফলমণ্ডি, চট্টগ্রাম রেল স্টেশন ও নিউমার্কেট এলাকায় ছিনতাইকারী ও মাদকসেবীদের উৎপাত বেশি। বিভিন্ন সময় পুলিশের অভিযান চালালেও নানা কায়দায় ছিনতাইকারীরা তাদের অপরাধ কার্যক্রম অব্যাহত রেখেছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img